স্টাফ রিপোটার : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বিএনপি’র বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রæয়ারী ২০২২ সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সদস্য সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য ও সাবেক সংসদ সদস্য ইয়াসমিন আরা হক, সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নায়াবা ইউসুফ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউসুফ বিন জলিল, সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডঃ হাবিবুর রহমান হাফিজ, ছাত্রদলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তানজিমুল হাসান কায়েস।
এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল সহ স্থানীয় নের্তবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশে অরাজকতা সৃষ্টির অন্যতম কারন হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কে আখ্যায়িত করেন। তারা বলেন দেশের সিংহভাগ জনগণের সীমিত আয় থাকলেও বর্তমান সরকারের আমলে দ্রমুল্যের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। দ্রবমুল্য উর্ধগতির ফলে এসব জনগণের পারিবারিক জীবন চালাতে বিপাকে পরছে। তবে সরকার এসব বিষয়ে নজর না দিয়ে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে চলেছে। তাই এই দ্রবমুল্য মাত্রা অতি দ্রত কমিয়ে আনতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষন করেন উপস্থিত নেতৃবৃন্দ। যদি এর মাত্রা কমিয়ে আনা না হয় তাহলে দেশেরন জনগণদের সাথে নিয়ে কঠোর আন্দলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটানোর জন্য হুশিয়ারী দেন বিনএরপির এ নেতাকর্মিরা।
Leave a Reply