স্টাফ রিপোর্টার : ‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত শুক্রবার বিশ্ব এইডস দিবস ২০২৩ পালন করেছে ঢাকা আহ্্ছানিয়া মিশন ফরিদপুর। এ উপলক্ষ্যে ফরিদপুর স্বাস্থ্য বিভাগ কতৃক আয়োজিত কমূসচীতে অংশগ্রহণ করে ঢাকা আহ্্ছানিয়া মিশন ফরিদপুর। জেলা ইনচার্জ মো. পলাশ খানের তত্ত¡াবধানে সিভিল সার্জনের কার্যালয়ে র্যালীতে অংশগ্রহণ করে ঢাকা আহ্্ছানিয়া মিশন ফরিদপুরের কর্র্মী ও সেবা গ্রহণকারীবৃন্দ। র্যালীটি সিভিল সার্জনের কার্যালয় থেকে শুরু হয়ে শিশু হাসপাতাল হয়ে জেনারেল হাসপাতালে এসে শেষ হয়।
র্যালী শেষে জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনু্িষ্ঠত হয়। সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা। পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশন উপস্থাপন করেন ডিষ্ট্রিক্ট সারভেইল্যান্স মেডিক্যাল অফিসার ডা. এ কে এম আহসানুজ্জামান। আলোচনা সভা শেষে ঢাকা আহ্্ছানিয়া মিশনের আয়োজনে টেপাখোলায় একটি তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালিত হয়।
যেখান থেকে লক্ষিত জনগোষ্ঠিসহ জনসাধারণকে এইচআইভি এইডসসহ সাধারণ ও যৌন রোগ সংক্রমণ প্রতিরোধ বিষয়ক তথ্য ও পরামর্শ প্রদানের পাশাপাশি স্বাস্থ্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। উল্লেখ্য আইসিডিডিআর,বির ব্যবস্থাপনায় ও গেøাাবাল ফান্ডের আর্থিক সহায়তায় এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এর সার্বিক তত্ত¡াবধানে ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন্স ইন বাংলাদেশ’ প্রকল্পটির আওতায় এইচআইভি এইডস দিবস পালিত হয় যে প্রকল্প থেকে “ঝুঁকিপুর্ণ পূরুষ ও হিজড়া” জনগোষ্ঠীর মাঝে এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
Leave a Reply