স্টাফ রিপোর্টার :
সকাল ৮টা থেকে ফরিদপুর জেলার সকল পৌরসভা ও ৭৯ টি ইউনিয়নে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান জানান, ফরিদপুর পৌরসভায় ১৮শত ও জেলার ৭৯টি ইউনিয়নে ৬০০জন করে মোট ৪৭ হাজার ৪০০শত জনকে টিকা দেয়া হবে। পৌরসভা ও ইউনিয়ন মিলিয়ে সর্বমোট মোট ৪৯ হাজার ২০০শত মানুষকে এই গণটিকা দেয়া হবে।
তিনি জানান, জেলায় শুধু আজকের জন্য সকাল ৮ থেকে বিকেল ৩টা পর্যন্ত দেয়া হবে গণটিকা। এতে বয়স্ক লোকেরা আগে নেওয়ার সুযোগ পাবে।
এদিকে বিভিন্ন টীকাদান কেন্দ্রে গিয়ে দেখা গেছে দলে দলে টীকা নিতে ঠুটছে মানুষ। টীকা নিতে আসা কয়েকজন জানান, নিজে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা টীকা নিতে এসেছেন। তারা মনে করেন, ইউনিয়নে ইউনিয়নে টীকা দেয়ার ব্যাবস্থা করা দূর্ভোগ লাঘব হবে মানুষের, একই সাথে টীকা গ্রহনে উৎসাহও বাড়বে।
ভিডিও :
Leave a Reply