স্টাফ রিপোর্টার :
ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ। ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারী রোববার ছিলো মনোনয়ন দাখিলের শেষ তারিখ। ইউনিয়নগুলোর মধ্যে আলোচিত ইউনিয়ন ডিক্রির চর। এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু ওই ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আবু ফকিরকে। মনোনয়ন না পেলেও রোববার মনোনয়ন জমার শেষ দিনে মনোনয়ন দাখিল করেছেন মেহেদী হাসান মিন্টু ফকির। এদিনে সকালে মিন্টুর বাড়ী বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ এসে জড়ো হয়। এসব নারী পুরুষ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয়ার দাবী জানান।
এ প্রসঙ্গে মেহেদী হাসান মিন্টু ফকির জানান, দল থেকে মনোনয়ন না পেলেও সাধারণ ভোটারদের দাবীর মুখে মনোনয়ন জমা দিতে বাধ্য হয়েছি। হাজারো অসহায় মানুষের দাবী উপেক্ষা করতে পারিনি, তাদের কথা বিবেচনা করেই মনোনয়ন জমা দিয়েছেন বলে জানান তিনি। #
Leave a Reply