বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে গোপালগঞ্জ রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস চলন্ত ট্রেনের বারির আঘাতে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটায় উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর রেলস্টেশন পয়েন্টের কাছে ২৬৫-৮০০/২৬৬/০ কিলোমিটারের ভেতরে এ দূর্ঘটনা ঘটে। এসময় অজ্ঞাত ওই নারীর পরণে নীল রংয়ের সেলোয়ার ও সদা বেগুনী রংয়ের সোয়েটার ছিল।
সরেজমিন গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাত নারী সকালে রেল লাইনের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় গোপালগঞ্জ থেকে রাজশাহী গামী চলন্ত ট্রেনে ওই অজ্ঞাত নারী আঘাত লেগে পাশে ছিটকে পড়ে মাথা ফেটে গিয়ে ঘটনা স্থলে মারা যান। স্টেশন কিম্যান ৭ কেবি দায়ীত্ব থাকা মো টুটুল মোল্যা বলেন, অজ্ঞাত নারীর ৩৫-৪০ বছর বয়স হবে। ওই নারীর মৃত্যু খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক ধারণা থেকে বলা যায় অজ্ঞাত ওই নারী শ্রবণ ও মানসিক প্রতিবন্ধী হওয়ায় ট্রেনের হর্ণের শব্দ শুনতে না পেরে আঘাত লেগে ঘটনা স্থলে মারা যান। রেলওয়ে পুলিশে খবর পাঠানো হয়েছে। অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী নারীর লাশের এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।
Leave a Reply