নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : আগামী ১৬ মার্চ ফরিদপুর সদর উপজেলার ২ নং চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপী গণসংযোগ, নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন আওয়ামী লীগ থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তুহিনুর রহমান মন্ডল (খোকন)। (২১ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ইউনিয়নের জুরাইল মোল্যারডাঙ্গী, লোকমান খাঁর ডাঙ্গী, আনোয়ার ব্যাপারী ডাঙ্গী, চৌধুরী ডাঙ্গী, হাফেজ ডাঙ্গী, ছনের ট্যাক ও খলিল শেখের বাজারে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে রাস্তার দ্বারে প্রতিটি দোকান ও বাড়ীতে প্রবেশ করে তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ভোটারদের হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন। গণসংযোগকালে নৌকার পক্ষে ভোট চেয়ে তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সরোজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের সাধারন মানুষ নৌকার প্রার্থী মোঃ তুহিনুর রহমান মন্ডল (খোকন)কে দেখে এগিয়ে আসেন এবং তার সঙ্গে করমর্দন করেন।
বৃদ্ধ মহিলারা তুহিনুর রহমানের মাথায় হাত রেখে দোয়া করেন। এ সময় তারা নৌকা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গিকার করেন। গণসংযোগে মোঃ তুহিনুর রহমান মন্ডল বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চরমাধবদিয়া ইউনিয়ন বাসির প্রতিনিধি হিসেবে নৌকা প্রতীক দিয়েছেন। আসন্ন ১৬ ই মার্চ নির্বাচনে আপনারা নৌকাকে ভোট দিয়ে জয়ী করলে আপনাদের কোন আশাই অপূর্ণ থাকবে না। আপনাদের সকল আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
Leave a Reply