1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
চব্বিশ ঘন্টায় জেলা পুলিশ যাদের গ্রেফতার করলো - আজকের ফরিদপুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

চব্বিশ ঘন্টায় জেলা পুলিশ যাদের গ্রেফতার করলো

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৭৫ জন পঠিত

প্রেস রিলিজ :

গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন কে গ্রেফতার করা হয়। মোট ০৬ টি মামলা রুজু করা হয়। নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ৩০ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ০৮ জন আসামিকে গ্রেফতার করা হয়। ট্রাফিক পুলিশ ২১ টি প্রসিকিউশন দেয় ও ৬৪,৫০০/- জরিমানা আদায় করে। ১৭ টি বিভিন্ন ধরনের গাড়ি আটক করা হয়। জেলা পুলিশ কর্তৃক গৃহীত কার্যক্রম নিম্নে প্রদত্ত হলোঃ

কোতয়ালী থানা
কোতয়ালী থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা কালে
আসামী ১। মোঃ সাব্বির শেখ(২৪), পিতাঃ মোঃ আকবর শেখ, সাং মৃগী মধ্যপাড়া, (কানাইপুর) থানা- কোতোয়ালী জেলা- ফরিদপুরকে ২০(বিশ) পিচ গোলাপী রং এর কথিত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে
২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১০(ক) ধারায় একটি মাদক মামলা রুজু করা হয়। এছাড়া কোতয়ালী পুলিশ কর্তৃক ০১টি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ০২ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা ০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

ভাংগা থানা
ভাঙ্গা পুলিশ কর্তৃক ০৩টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৯ জন আসামীকে গ্রেফতার করা হয়।

আলফাডাঙ্গা থানাঃ
আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জন নিয়মিত মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূল ০১জন আসামীকে গ্রেফতার করা হয়।

বোয়ালমারী থানা বোয়ালমারী পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা কালে ০৬ জন নিয়মিত মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

সালথা থানা
সালথা থানা পুলিশ কর্তৃক ০১টি নিয়মিত মামলা রুজু করা হয়। অভিযান পরিচালনা করে ০৬ জন নিয়মিত মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ০১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

নগরকান্দা থানাঃ
নগরকান্দা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা কালে নিয়মিত মামলায় ০১ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ০১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

চরভদ্রাসন থানাঃ
চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক ০১টি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ০৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।

ট্রাফিক পুলিশঃ
ফ‌রিদপুর ট্রা‌ফিক বিভাগ কর্তৃক রুজু কৃত মামলার সংখ‌্যা – ২১ টি,
নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ২৩ টি
আদায় কৃত জর‌মিানার প‌রিম‌ান- ৬৪,৫০০/-
আটক স‌ংখ‌্যা- মাহেন্দ্র ০১, ইজিবাইক ০৫, মোটরসাইকেল ০৯, মাইক্রো ০২ টি।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION