1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
গণপরিবহন চালাতে নিরাপত্তা দেবে প্রশাসন - আজকের ফরিদপুর
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

গণপরিবহন চালাতে নিরাপত্তা দেবে প্রশাসন

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২১১ জন পঠিত

স্টাফ রিপোর্টার : 

হরতাল-অবরোধসহ যেকোনো পরিস্থিতিতে গণপরিবহন মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রশাসন সংশ্লিষ্টরা। সোমবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ এ কনফারেন্স কক্ষে মতবিনিময় সভায় এ আশ্বাস দেয়া হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

এসময় হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, র‌্যাব- ১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আখতার, জাতীয় শ্রমিক লীগ’র জেলা শাখার সভাপতি গোলাম মো. নাছির, ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়ন (১০৫৫) এর সভাপতি যুবায়ের জাকির, ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি খন্দকার আবদুর রাশেদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি বজলুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত গণপরিবহন সংশ্লিষ্ঠ কয়েকশত মালিক ও শ্রমিকরা দাড়িয়ে থাকা পরিবহনে আগুন দেয়ার তথ্য উল্লেখ করে শংকা প্রকাশ করেন। তারা বাস-ট্রাকসহ গণপরিবহন ও সংশ্লিষ্ট পরিচালনাকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।

শ্রমিকদের পক্ষে জাতীয় শ্রমিকলীগের সভাপতি গোলাম মো. নাছির বলেন, মালিক ও শ্রমিকদের সহায়তায় আমরা ফরিদপুর থেকে পরিবহন চালাচ্ছি, কিন্তু অন্য জেলা থেকে পরিবহন কম চালানো হচ্ছে। তিনি বলেন, অনেক নামী দামী পরিবহন কোম্পানী তাদের বাস চালাচ্ছেন না। তিনি বলেন, যে কোনো পরিবহনের জন্যে ফরিদপুরকে নিরাপদ রাখতে হবে।

এদিকে প্রশাসন সংশ্লিষ্টরা আগামী দিনে যে কোনো ধরণের ঘটনা প্রতিরোধে ভুমিকা নেয়া সহ কেউ অনাকাঙ্খিত ঘটনা ঘটালে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে হলেও তাকে আইনের আওয়ায় আনার ঘোষনা দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, প্রতিদিন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা কাজ করবেন। যেখানে সমস্যা মনে করবেন আমাদের জানালে সেখানেই নিরাপত্তা দেয়া হবে। তিনি বলেন, জেলা ও উপজেলা সদরের মহাসড়ক-সড়কে পুলিশ-বিজিবিসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে।

সভাপতির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ফরিদপুরে কেউ কোনো যানবাহনে কোনো ধরণের নাশকতা ঘটানোর চেষ্ট করলে কঠিন পরিনতি ভোগ করতে হবে। কেউ কোনো ধরনের নাশকতা করলে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, ফরিদপুরকে শতভাগ নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, আপনারা নির্দিধায় রাস্তায় বের হয়ে পড়েন, সড়কে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের পাশে থাকবে হাইওয়ে পুলিশ। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION