সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুর শরহতলীর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন স্কুলের ছাত্রীকে অপহরণের চেষ্টা রুখে দিয়েছে সহপাঠীরা। সোমবার সকাল ১০ টার দিকে কয়েকজন যুবক একটি মাইক্রোবাসে কোমরপুর স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা করে। তখন সহপাঠী ও স্থানীয়রা মাইক্রোবাসকে আটকানোর চেষ্টা করলে মাইক্রোবাসসহ পলায়নের চেষ্টা করে। এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ও স্থানীয়রা তিনজন যুবককে আটক করে পুলিশে সর্পদ করে ও অন্যরা পালিয়ে যায়। এবং ক্ষুব্ধ সহপাঠীরা ও স্থানীয়রা আটককৃত গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আটককৃত দুজন হলেন, ফরিদপুর সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের ইসমাইলের ছেলে মামুন ওরফে ফেন্সি (৪০) ও শহরের গোয়ালচামট এলাকার বাদশা মোল্লার ছেলে আলমগীর (৫২)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন দুর্বৃত্ত ওই স্কুলের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। এসময় সহপাঠীদের বাধার মুখে তারা ব্যার্থ হয়। এসময় মূল পরিকল্পনাকারী পালিয়ে যায়। স্থানীয় ও সহপাঠীরা দুইজনকে আটক করে গন ধোলাই দেয়।
এদের একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তারা অপহরণে ব্যাবহৃত মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এদিকে এঘটনার পরা থেকে শংকায় রয়েছেন শিক্ষার্থী ও অবিভাবকরা। বিদ্যালয়ের সভাপতি শেখ মাহতার আলী মেথু শংকা কাটাতে বিদ্যালয়ের ক্লাস শুরু ও ছুটির সময়ে পুলিশ টহল নিশ্চিত করার দাবী জানিয়েছেন।
Leave a Reply