ফরিদপুরের বর্তমান পুলিশ সুপার নানা কারণে ঘুরে ফিরে আলোচনা আসেন। অপরাধীদের ধরা থেকে শুরু করে করোনায় সচেতনতাসহ নানা বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত ও সহযোগীতার হাত প্রসারিত করে আলোচনায় এসেছেন। গত কয়েকদিনে জেকে বসতে শুরু করেছে শীত, যা দৃষ্টি এড়ায়নি পুলিশ সুপার মো. আলীমুজ্জামানের। এই শীতে কোন অসহায় মানুষ যেন কষ্ট না পায় সেই লক্ষে, রবিবার মধ্য রাতে সমাজের অসহায় ও দুস্থ্য শীতার্তদের পাশে কম্বল নিয়ে হাজির হয়েছিলেন তিনি। শহরের রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন রাস্তার পাশে ঘুমিয়ে থাকা শীতার্ত মানুষের হাতে তুলে দেন কম্বল।
এদিকে পুলিশ সুপারের হাত থেকে কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনন্দের অশ্রুধারা দেখা গেছে। এ সময় তারা বলেন, রাতে কনকনে তীব্র শীতের মাঝে কিভাবে রাত যাপন করব, তা ভেবে পাচ্ছিলাম না। এই মুহুর্তে ফরিদপুরের পুলিশ সুপারের হাত থেকে কম্বল পেয়ে শীতের কষ্ট কিছুটা লাঘব হবে। তারা আরো বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে এই শীতকে উপেক্ষা করে রাতের আধাঁরে ছুটে এসে কম্বল বিতরন করায় ধন্যবাদ জানাই। কম্বল বিতরণকালে রির্জাভ পুলিশ অফিসার মোঃ আনোয়ার হোসেন সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply