সবুজ দাস, ফরিদপুর : আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ নিয়ে সরকার নির্ধারিত ১% এর টাকা দিয়ে ফরিদপুর সদর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়নের ৪৮ জন অসহায় দু:স্থ উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। ৭ ই ফেব্রæয়ারী সোমবার সকালে সদর উপজেলা চত্ত¡রে এ সব সেলাই মেশিন বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী। জানা যায় সদর উপজেলার জমি দলিল বাবদ সরকার নির্ধারিত ফি এর ১০ নং কৈজুরী ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত ১% টাকা থেকে এ সব সেলাই মেশিন বিতরন করা হয়।
এ সময় কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকু, উপজেলা পরিষদ এর কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়নের ওয়ার্ড সদস্য বৃন্দসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকু জানান, ইউনিয়নের অনগ্রসর মানুষদের অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জনের মাধ্যমে স্বনির্ভর করে উন্নয়নের মুলধারায় সম্পৃক্ত করাই এ কার্যক্রমের মুল উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের মোট ৪৮ জন উপকারভোগীদের হাতে ১ টি করে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। এতে করে এসব উপকার ভোগীরা নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তার পরিবার পরিজন নিয়ে ভাগ্যের পরিবর্তন করতে পারবে বলে আমি বিশ^াস করি।
Leave a Reply