1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
আদিপত্তের হামলায় কাটা পড়লো দুই শতাধিক গাছ. আহত ১০ - আজকের ফরিদপুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

আদিপত্তের হামলায় কাটা পড়লো দুই শতাধিক গাছ. আহত ১০

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৩২৫ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
এবার শত্রুতার শিকার হলো গাছ। আদিপত্ত বিস্তারে প্রতিপক্ষে দমাতে এবার একদল মানুষ হামলে পড়লেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোটো খারদিয়া গ্রামের আব্দুল জলিল মাতুব্বরের বাড়ীর পাশে বাগানের গাছের উপর। দুই দিনের হামলায় দেড় শতাধিক কলাগাছ এবং মেহগনি ও শিশু গাছসহ কয়েক প্রজাতির চারা ও মাঝারি আকৃতির আরো অন্তত ৫০টি, সব মিলিয়ে দুই শতাধিক গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এসময় ঠেকাতে গেলে ওই পরিবারের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো. নাসিরউদ্দিন মাতুব্বর, সিরাজ মাতুব্বর ও আওলাদ মাতুব্বর।


জলিল মাতুব্বরের স্ত্রী জাহানারা বেগম জানান, বাবলু মাতুব্বর, আবেদ আলী সিকদার ও আসাদুল সিকদারের নেতৃত্বে পতিপক্ষের অর্ধ শতাধিক মানুষ দুই দিনে (সোম ও মঙ্গলবার) দফায় দফায় হামলা চালিয়ে গাছপাড়া কর্তন করে আতংকের সৃস্টি করে। এসময় বাঁধা দিতে গেলে পরিবারের সদস্যদের উপরও হামলা চালায়। ্ হামলায় অন্তত ১০জন আহত হন। অধিক আহত মো. নাসিরউদ্দিন মাতুব্বর, সিরাজ মাতুব্বর ও আওলাদ মাতুব্বরকে ভাঙ্গা উপজেলা স্বান্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এদিকে প্রতিপক্ষের নেতারা গাছ কর্তনে তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বিকার করে উল্টো তাদের উপর হামলা করা হয়েছে বলে দাবী করেন।


আর ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম জানান, এঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION