স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বিশিষ্ট তরুন কবি, সাংবাদিক, সংগঠক, চিত্র শিল্পী বিজয় পোদ্দারের ৪৪ তম জন্ম বার্ষিকি ১০ ডিসেম্বর ২০২২। দিনটি পালনে ফরিদপুর-গোপালগঞ্জ, শিবাজী নিকেতন, হরিপদ শিশু নাট্য দল, জাতীয় কবিতা পরিষদ, আজকের প্রজন্মসহ বিভিন্ন সংগঠন নানা আয়োজন নিলেও কবির অনুরোধে বর্তমান বৈশিক সমস্যায় সকল কিছু স্থগিত করা হয়েছে। দিনটি তিনি পারিপারিক ভাবে সাদা মাঠা কাটাবেন। এ ছাড়া ফরিদপুর প্রভু জগদ্বন্ধু সুন্দরের শ্রীধাম শ্রীঅঙ্গন, গোপালগঞ্জের উড়াকান্দি শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের মন্দির ও কদম বাড়ী গণেশ পাগলের আশ্রমে তার সুস্থ্যতা ও দির্ঘায়ু কামনায় প্রার্থনার আয়োজন করেছে।
Leave a Reply