1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দেবে না বিএনপি
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দেবে না বিএনপি

  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৬ জন পঠিত
আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দেবে না বিএনপি
আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দেবে না বিএনপি

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগপৎ আন্দোলনে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। এসময় নেতৃবৃন্দ বলেন, ২০২৩ সালের জাতীয় নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দেবে না। এবছর হবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের বছর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাঠপট্টিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। কয়েক হাজার নেতাকর্মী সমর্থক এতে অংশ নেন।

পদযাত্রার আগে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, কৃষকদলের খন্দকার নাসিরুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ বলেন, আমাদের আন্দোলন এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে চলছে। আগামী দিনে রাজপথের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে যেকোন কর্মসূচি সফল করে তুলবো। এসময় জেলা ও মহানগর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহরের জনতা ব্যাংকের মোড়ে পৌছে পদযাত্রা শেষ করা হয়।

এদিকে একইসময়ে শহরের কোর্ট চত্বর এলাকা থেকে একই কর্মসূচীর অংশ হিসেবে পৃথক পদযাত্রা অনুষ্ঠিত হয়। মুজিব সড়ক প্রদক্ষিণ করে তারা জনতা ব্যাংকের মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের নবগঠিত কমিটির বিভাগীয় সহসভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION