স্টাফ রিপোর্টার : শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ায় তীব্র শীতের মধ্যে শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে রাতের অন্ধকারে কম্বল নিয়ে শীতার্তদের কাছে পৌঁছে যাচ্ছেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। আজ (২৬ ডিসেম্বর) সোমবার রাত ৮ টার দিকে শহরের মুন্সীরবাজার সংলগ্ন পালপাড়ার মাঠে ৩৫ টি শীতার্ত বেদে পরিবারের মাঝে শীত বস্ত্র তুলে দেন জেলা প্রশাসক। বিতরণকালে এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নাহার বেগম সহ ডিসি অফিসের সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক জানান, গত কয়েকদিন থেকেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এতে তীব্র শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য রাতের অন্ধকারে মানুষের পাশে দাঁড়াতে হয়েছে। এর আগে দুস্থ মানুষের মাঝেও শীত বস্ত্র পৌঁছে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে জেলার ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানো হবে। এই শীতে যেন কেউ কষ্ট না পায় সেদিকে জেলা প্রশাসনের লক্ষ্য থাকবে।
Leave a Reply