মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চরশ্রীরামকান্দি গ্রামে সোমবার সন্ধ্যায় তিনটি পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালগরসহ মোট ৮টি ঘর নগদ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবার হলো আজিজ শেখের ছেলে আলম শেখ, আলিম শেখ, ও মৃত. মানিক সরদারের ছেলে মনিরুদ্দিন সরদার। অগ্নিকান্ডে ওই ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তারা দাবী করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে হঠাৎ বিদ্যুতের সর্ট সার্কিটের থেকে আগুনের সুত্রপাত ঘঠে। মহুর্তে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুনের নিয়ন্ত্রের আগেই পুড়ে শেষ হয়ে যায় ৮টি ঘরসহ ঘরের মধ্যে থাকা নগদ টাকা সহ আসবাবপত্রসহ, কৃষি ফসল সব কিছু। পরে মধুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থরে পৌছে কিন্তু তার আগেই আগুনে পড়ে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে আলম শেকের ৩টি ঘর, আলিমের দুটি ঘর এবং মনিরুদ্দিনের ৩টি ঘর ও নগদ সাড়ে তিন লক্ষ টাকা সহ ঘরে থাকা সকলের আসবাবপত্র, ফসলাদি, ব্যবহার্য্য কাপড়চোপর পুড়ে ছাই হয়।
এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে তারা জানাই। রাতেই বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু , সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্যা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমবেদনা জানান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম টিপু আগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যুতের সর্টসার্কিটের থেকে ওই তিন পরিবারে বসতঘর, রান্নাঘরও গোয়ালঘর পুড়ে শেষ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসন ও দ্বায়িত্বশীল কোন কর্মকর্তা অগ্নিকান্ডের ঘটনাস্থলে স্বজনদের পাশে কেই দাড়াইনি।
Leave a Reply