সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবী তালুকদার বাড়ি জামে মসজিদে গত মঙ্গলবার (২৮ /০৪/২৩) দিবাগত রাত ১২ টার সময়ে চুরির ঘটনা ঘটেছে। মসজিদ কমিটির সদস্য কামরুজ্জামান মামুন তালুকদার জানান, উঠতি বয়সী ৫ জনের একটি দল মসজিদের পিছনের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে – মসজিদের ইমাম সাহেব এবং চট্টগ্রাম হতে আগত তাবলীগ মুসল্লীদের দামী ২ টা মোবাইল চুরি সহ চোরের দল মসজিদের পানির মটর,আযান দেওয়া মাইকের স্ট্যান্ড, এবং আইপিএস নেওয়ার সময়ে – অসাবধানতা বশত: ব্যাটারী খুলতে গিয়ে বিদ্যুৎের সর্ট খেয়ে চোরেরা মসজিদের ভিতর পরে গেলে মৃদু আওয়াজে, মসজিদে ঘুমিয়ে থাকা মুসুল্লীদের ঘুম ভেঙে যায়।
হতভম্ব মুসুল্লীগন সকলেই বিদেশী হওয়ায় – তাদের চোখেঁর সামনে দিয়ে চোরের দলটি পানির মটর,আইপিএস ও ব্যাটারী ফেলে পালিয়ে গেলেও মুসুল্লিরা তাঁদের চিনতে পারেনি। এ ব্যাপারে মামুন তালুকদার বলেন, এই মর্মান্তিক ও অনৈতিক কাজের জন্য আমি মসজিদ কমিটির একজন সদস্য হিসাবে দুঃখ প্রকাশ করছি এবং এই ঘটনার নেপথ্যে যদি স্হানীয় কেউ থেকে থাকে তাহলে – আল্লাহ তালার কাছে এই রমযানে পবিত্র মসজিদে, চুরি করে মসজিদ ধ্বংস করার মত পাপ কাজে সহযোগিতা করায় তাদের হেদায়েত কামনা করছি। উল্লেখ্য, চুরির হওয়ার ঘন্টা খানেক আগে একটি যুবক মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলেছিলো – হুজুর আমার চোখেঁ ব্যাথা একটা ফুঁ দিয়ে দ্যান৷ অর্থাৎ মুসুল্লীদের ভিতরের অবস্থান দেখতেই হয়তোবা সে স্পাই হিসাবে মসজিদে প্রবেশ করেছিলো বলে ধারনা করা হচ্ছে বলে জানান মামুন তালুকদার।
Leave a Reply