1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুরে নির্বাচনীয় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে নির্বাচনীয় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২২৩ জন পঠিত
ফরিদপুরে নির্বাচনীয় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
ফরিদপুরে নির্বাচনীয় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আগামী ১৬ই মার্চ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, মেম্বর ও সংরক্ষিত নারী সদস্যের সকল প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে নির্বাচনীয় আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ই মার্চ সোমবার সকাল ১১টায় শহরের কবি জসিমউদদীন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের রিটার্নিং অফিসার (সকল) কর্তৃক আয়োজিত সভায় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র ফরিদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় আরোও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার ফরিদপুর (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সদর সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল, সহকারী কমিশনার মো: সাজিদ-উল মাহমুদ প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়ার কথা উল্লেখ করে নির্বাচন বিষয় নিয়ে কোন প্রার্থী বা তার কর্মী সমর্থকেরা প্রতিপক্ষদের হুমকিসহ কোন সমস্যা তৈরির চেষ্টার প্রমাণ মিললে সে অপরাধীর প্রার্থিতা বাতিল করা হবে বলে হুশিয়ারী দেন। একই সাথে সকল প্রার্থীদেরকে নির্বাচনী আচরণ বিধি মেনে কাজ করার আহবান করেন।

সভায় ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ প্রদর্শন সংক্রান্ত তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো: নুরু আমীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক। উল্লেখ্য এ উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে এবারই প্রথম ইভিএম (EVM) এর মাধ্যমে মোট ১০৩ টি কেন্দ্রে সকাল ৮.৩০ টা হতে বিরতিহীনভাবে বিকেল ৪.৩০ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ভোটগ্রহণকারী কর্মকর্তার সংখ্যা- প্রিজাইডিং অফিসার ১০৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৬৬৫ জন, পোলিং এজেন্ট ১৩৩০ জন, মোট ২০৯৮জন নিয়োজিত থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১৫/২০ জন করে অন্তত ১০০০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। একই সাথে গোয়েন্দা বাহিনীর সদস্যসহ ভোটের দিনে আনসার বাহিনীর সদস্যও নিয়োজিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION