স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ কাফুরা গ্রামে সুবিধা ও চিকিৎসা বঞ্চিত মানুষ সেবা পাবে। তাদের স্বাস্থ্য সেবার নিশ্চিত করণে মানবতার সেবায় উদ্যোগী হলেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন। তার প্রচেষ্টায় অবশেষে সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তর কমিউনিটি ক্লিনিক নির্মানের অনুমোদন দিয়েছেন। আর এই ক্লিনিক নির্মাণের জমিটি দান করলেন ইউপি চেয়ারম্যান নিজেই। ৩০ জানুয়ারি সোমবার ফরিদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মুহাম্মদ বিন ফারুখ এর কাছে আনুষ্ঠানিক ভাবে জমির দলিল তুলে দেন ইউপি চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক মিঞা, ২নং ইউপি সদস্য শেখ জিল্লু, ৯নং ইউপি সদস্য মোঃ নূরুল ইসলাম, ইউপি সচিব মৌসুমী আক্তার প্রমুখ। ইউপি চেয়ারম্যান বলেন, স্বাস্থ্য সেবার জন্য গ্রামের মানুষের জন্য কেবল ৮ শতাংশ জমি নয় আমি একটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩৩ শতাংশ জমি দান করছি এ ছাড়া একটি মসজিদের জন্য জমি দিচ্ছি। আমার পিতা মরহুম আলহাজ্ব আব্দুল খালেক চেয়ারম্যানের কাছে মানুষের সেবা ও গ্রামীণ মানুষের শিক্ষা উন্নয়নে কাজ করা প্রেরণা পেয়েছি। তিনি নিজে গেরদায় ডিগ্রী কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, পোস্ট অফিস, বাজার, মসজিদ, মাদ্রাসাসহ বহু প্রতিষ্ঠান হড়ে গেছেন।
Leave a Reply