1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
দরাফখালী ফকির বাড়ীর বাৎসরিক ওরশ অনুষ্ঠিত
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

দরাফখালী ফকির বাড়ীর বাৎসরিক ওরশ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৯০ জন পঠিত
দরাফখালী ফকির বাড়ীর বাৎসরিক ওরশ অনুষ্ঠিত
দরাফখালী ফকির বাড়ীর বাৎসরিক ওরশ অনুষ্ঠিত

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুর সদরের দরাফখালীতে প্রয়াত মোঃ ফটিক ফকিরের স্বরণে দুই দিনব্যাপি ১৩১ তম পবিত্র বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। (১৫ জানুয়ারি) রবিবার রাত সাড়ে ৮ টায় ওরস অনুষ্ঠানের প্রথমদিনে বিচার গান অনুষ্ঠিত হয়। এতে কনকনে শীতকে উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত হতে বহু মানুষের সমাগম ঘটে এই ওরশ মোবারকে। একই সাথে সারা বছর ধরে ভক্তবৃন্দদের রোগাক্রান্ত্র গবাদী পশু বিনা পয়সায় চিকিৎসায় ভালো হওয়ায় যার যার খুশি মত মোরগ, কেউ টাকা, কেউ চাল আবার কেউ কেউ দুধ ওরশ মাঝারে অর্পন করেন। এদিকে ওরশকে কেন্দ্র করে গান শুরুর আগেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ওরশ কমিটির সভাপতি আব্দুল খলিল ব্যাপারীর সভাপতিত্বে ওরস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অমিতাভ বোস।

সভায় ধর্ম বর্ণ নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের সমাগমে যেন ভাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। বিশেষ করে দেশের বড় দুটি রাজনৈতি দল আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দরা এতে অংশগ্রহন করায় সভাস্থল যেন জনসমুদ্রে পরিণত হয়। একই সাথে প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দরা তাৎক্ষনিক সব ভেদাভেদ ভুলে গিয়ে সকলেই ওরশ মোবারকের সফলতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোঃ নাছির, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী আজগর মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক খায়রুদ্দীন মিরাজ, কোতয়ালী থানা আওয়ামীলীগ নেতা ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সুবল অধিকারী, কোতয়ালী থানা বিএনপির সভাপতি আশরাফ হোসেন (আশু), সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষ্ণনগর ইউনিয়ন বিএপির সভাপতি মুরাদ হোসেন মিয়া, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম বাশারুল আলম বাদশা, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন কানাই, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহিদ হোসেন। ওরশ মোবারকের পরিচালোনা কমিটির দায়িত্বে ছিলেন জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ আকতার, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা, ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মো: খসরু শেখ। আলোচনা সভা শেষে হেমায়েত সরকার ও মাসুদ সরকার বিচার গান পরিবেশন করেন। অন্যদিকে ওরশকে কেন্দ্র করে একটি বন্যার্ঢ মেলা বসেছে। এতে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এবং বিভিন্ন ধরনের শিশুদের খেলনা এবং হাতের তৈরি হাতপাখাসহ বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্র ছিলো। দ্বিতীয় দিন অর্থ্যাৎ গতকাল সোমবার রাত ৮ টায় জারি-গান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। উল্লেখ্য মোঃ ফটিক ফকিরের স্বরণে এ বাৎসরিক ওরশ মোবারকের যাবতীয় দেখভাল করে আসছে তারই উত্তরসরী মালেক ফকির। এছাড়াও বর্তমানে তিনি বিনা পয়সায় গবাদী পশু চিকিৎসা সহ মানুষের জন্য নানা ধরনের সেবা প্রদান করে চলেছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION