স্টাফ রিপোর্টার :
চরাঞ্চলের বসবাসকারী নারীদের শিক্ষা প্রসারে পদ্মা নদীর চরভুক্ত ফরিদপুরের সদর উপজেলার গোলাপবাগ মমিনখার হাটে “গোলাপবাগ লতিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়” কে কলেজ পর্যায়ে উন্নীতকরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্কুলের প্রতিষ্ঠাতা মো. আক্তারুজ্জামান খান ২০২৩ সালের ভর্তি মৌসুম থেকে প্রতিষ্ঠানটি কলেজ শাখা চালু করণের ঘোষনা দেন। কলেজের নাম করণ করা হয় “গোলাপবাগ লতিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ”।
০২নং চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এখানেই শতবর্ষ আগে ছিলো পদ্মা নদীর অবস্থান, কালের ধারাবাহিকতায় নদী বর্তমানে প্রায় ১৫ কিলোমিটার দুরে অবস্থান করছে। পদ্মার এই চরে একসময় যাতায়াত ব্যবস্থা ছিলো অত্যন্ত নাজুক। তাই এই অঞ্চলের মানুষ শিক্ষার আলো বঞ্চিত ছিলো। আড়াই যুগ আগে অত্র এলাকায় একটি প্রাথমিক স্কুল প্রতিষ্টার পর পরই “গোলাপবাগ লতিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়” নামে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়। এত করে এতদাঞ্চলের মানুষ শিক্ষা নিয়ে অগ্রসর হতে থাকে। বর্তমানে স্কুলটিকে কলেজ পর্যায়ে উন্তীত করার উদ্যোগকে বক্তারা স্বাগত জানিয়ে বলেন, উদ্যোগটি বাস্তবায়ন হলে অত্র এলাকায় নারী শিক্ষার উন্নয়ন ঘটবে। এতে কমবে বাল্য বিবাহও। #
Leave a Reply