মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় লাইফ ষ্টক এন্ড ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে উপজেলার প্রডিউসার,স গ্রæপের বিভিন্ন খামারীদের মাঝে পশুখাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় চত্বরে প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিতে¦ উপকারভোগী ২৪০ জন প্রান্তিক খামারীদের মাঝে এসব পশুখাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোঃ খায়রুল ইসলাম,ডাঃ মোঃ ফুয়াদ সরকার,্উপসহকারী প্রাণাী সম্পদ কর্মকত্র্ ামোঃ শহীদ শরীফ,প্রানী সম্পদ মাঠ সহকারী ইকবাল চৌধুরী সহ দপ্তরের অন্যান্য কর্মচারী, উপকারভোগীরা। প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রান্তিক খামারীদের মাঝে কাফ ষ্টারষ্টার,ডেইরী ক্যাটল ফিড ও ভিটামিন মিনারেল সহ পশখাদ্য বিতরণ করায় তারা অনেক উপকৃত হবে।
Leave a Reply