স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশের ভিডিও ধারণ করতে এসে ইন্টারনেটের বিঘ্নিত সেবায় ডিসকানেক্ট হয়ে মাঠের মধ্যে পড়ে হারিয়ে যাওয়া ড্রোনটি উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয়েছে টিকটকার কিবরিয়াকে। রবিবার বিকেলে সেটি উদ্ধারের পর তাকে ফিরিয়ে দেয়া হয়। ফরিদপুর জেলা ছাত্রদলের নেতা খায়রুল ইসলাম রোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যার আগেই উদ্ধার হওয়া ড্রোনটি কিবরিয়াকে ফিরিয়ে দেয়া হয়।
জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের উপকন্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউটশন মাঠে বিএনপির গণসমাবেশের ভিডিও ধারণ করার সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে ড্রোনটি মাঠের মধ্যে হারিয়ে যায়। এরপর সেটি গোপন করে নিয়ে যায় চার-পাঁচজন যুবক। এরপর তারা ড্রোনটির ডিভাইস ডিসকানেক্টও করে ফেলে। তবে ড্রোনটির ইন্টারনাল মেমোরি সক্রিয় ছিলো। সফটওয়্যারের মাধ্যমে হারিয়ে যাওয়া ড্রোনের লোকেশন এবং ভয়েস রেকর্ড সংগ্রহ করা সম্ভব হয়।
সেখানে দেখা যায়, শহরের প্রান্তে গেরদা ইউনিয়নের বাখুন্ডার কাছে বৌঘাটার দিকে রয়েছে সেটির অবস্থান। ড্রোনটি বিক্রির চেষ্টা চালিয়েও রিমোর্ট না থাকায় তারা ব্যর্থ হয়। এ অবস্থায় তারা রবিবার সকালে ড্রোনটি ফেরত দিতে কিবরিয়াকে ফোন করে গেরদায় যেতে বলে। তবে কিবরিয়া পরে তাদের ফোন দিলেও তারা পরবর্তীতে আর ফোন ধরছিলো না। এদিকে গণসমাবেশের মাঠ থেকে ড্রোন হারিয়ে যাওয়ার খবর জানতে পেরে দলীয় নেতৃবৃন্দ ফরিদপুরের ছাত্রদল নেতা খায়রুল ইসলাম রোমানকে বিষয়টি উদ্ধারের দ্বায়িত্ব দেন।
রোমান জানান, বিষয়টি জানতে পেরে তিনি কিবরিয়ার সাথে যোগাযোগ করেন। এরপর কিবরিয়ার নিকট থেকে গেরদার যুবকদের মোবাইল নম্বর নিয়ে তাদের সন্ধান করে ড্রোনটি উদ্ধার করেন। প্রসঙ্গত, কেএস কিবরিয়া ফেসবুকে একজন টিকটকার সেলিব্রিটি হিসেবে পরিচিত। ফেসবুতে তার কঝ করনৎরধ ২০ নামে পেজে ১ লাখ ৪০ হাজারের বেশি লাইকার ও ফলোয়ার রয়েছে। সম্প্রতি বিয়েও করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করাই তার পেশা। তিনি রাজবাড়ী সরকারি স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন বলে জানান। ড্রোনটি উদ্ধার হওয়ায় তিনি কৃতজ্ঞতা জানান সংশ্লিষ্টদের প্রতি। অবশ্য টিকটকার কেএস কিবরিয়ার ড্রোন খোয়া যাওয়ার খবর জেনে সেটি উদ্ধার না হলে তাকে নতুন একটি ড্রোন কিনে দেয়ার তথা জানান কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
Leave a Reply