1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুর টিটিসিতে গভীর নলকূপের উদ্বোধন
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুর টিটিসিতে গভীর নলকূপের উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৪২ জন পঠিত
ফরিদপুর টিটিসিতে গভীর নলকূপের উদ্বোধন
ফরিদপুর টিটিসিতে গভীর নলকূপের উদ্বোধন

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সুপেয় পানি ব্যবস্থাপনার সংকট ছিল তীব্র। ফলে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা পানির জন্য চরম ভোগান্তিতে পড়ছিল। অনেক দূর থেকে পানি এনে ব্যবহার করছিল শিক্ষার্থীরা। তাদের এই ভোগান্তি নজরে আসে ফরিদপুর পৌরসভার জনন্দিত মেয়র অমিতাভ বোসের। তাদের ভোগান্তি দূর করতে ফরিদপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় অল্প সময়ে ব্যবস্থা করলেন একটি গভীর নলকূপের।

তারই ধারাবাহিকতায় গতকাল ৮ নভেম্বর ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সুপেয় পানি ব্যবস্থাপনার জন্য ফরিদপুর পৌরসভা কর্তৃক গভীর নলকূপ স্থাপন এর শুভ উদ্বোধন করেন মেয়র অমিতাভ বোস। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান, পৌরসভার এনটিও আহাদসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র জানান জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক লোক বিদেশে পাড়ি জমাচ্ছেন এবং উদয়াস্ত হাড়ভাঙা পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির ভিতকে মজবুত করে বৈদেশিক রিজার্ভকে সমৃদ্ধ করে চলেছেন। এ বিদেশগামী শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে বিদেশে পাঠানো হলে তারা আরও ভালো বেতনে চাকরি লাভের সুযোগ পাবেন। দেশও অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। তিনি বলেন বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতি ও আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন, স্কুল-মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে এ অর্থ ব্যয় হচ্ছে। দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়নে প্রবাসীদের রেমিট্যান্সের ভূমিকা অসাধারণ। এ সময় তিনি ফরিদপুর কারিগরি প্রশিক্ষন থেকে সঠিক প্রশিক্ষন নিয়ে সরকারি নির্দেশনানুযায়ী বিদেশ গমনের পরামর্শ দেন। একই সাথে ফরিদপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্র উন্নয়নে, তার বিশেষ নজর থাকবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন। এদিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সুপেয় পানি ব্যবস্থাপনার জন্য একটি গভীর নলকূপ স্থাপন করায় ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসকে ধন্যবাদ জানান অত্র কেন্দ্রর অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION