স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুরে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন দান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন,
শহর আওয়ামীলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরপর বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ উপলক্ষে আজ বাদ জোহর চকবাজার জামে মসজিদে দোয়া অনুষ্ঠান হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
Leave a Reply