স্টাফ রিপোর্টার :
পূবালী ব্যাংক কর্মচারী সংঘ (বাংলাদেশ), ফরিদপুর আঞ্চলিক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা বারোটায় ফরিদপুর শহরতলীর ব্র্যাক টার্কের সম্মেলন কক্ষে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সভাপতি মো. আব্দুস সাত্তার।
ফরিদপুর আঞ্চলিক কমিটির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল হক সুজন, কার্যকরী সভাপতি মোস্তফা কামাল ভুইয়া প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা, অনিয়মিত শ্রমিকদের চাকুরী স্থায়ী করণ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীদের সুযোগ সুবিধা চলমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ রাখতে কেন্দ্রিয় নেতাদের প্রতি আহ্বান জানান।
আর সহ-সভাপতি মো. মনোয়ার হোসেন জুয়েলের মঞ্চ পরিচালনায় এসময় কেন্দ্রিয় কার্য নির্বাহী পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোসলেম মোল্যা মুসা, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন তরুন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
ফরিদপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের তত্বাবধানে বিশেষ বক্তা ছিলেন, খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি মো. ফারুক শেখ। #
Leave a Reply