তামিম ইসলাম, ফরিদপুর : ফরিদপুরে ব্যাটারি চালিত ইজিবাই চোর চক্রের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চোরাই ইজিবাইক বিক্রির দেড় লাখ টাকা। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের থানা রোড ফলপট্টির সামনে রাস্তার উপর থেকে কোতয়ালী থানার পুলিশ প্রাইভেটকার সহ ওই দুইজন কে গ্রেফতার করে। ওই সময় চোরাই দলের অপর দুই সদস্য পালিয়ে যায়। ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় পুলিশ। সোমবার সন্ধায় পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করে শোনান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেসন) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।
গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যাক্তি হলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের বাসিন্দা মো. সানু হাওলাদার (৪৮) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার বিলবাউল গ্রামের মো. মাহফুজুর রহমান (৪০)।পুলিশ জানায় গ্রেপ্তার হওয়া সানু হাওলাদার বাউফল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের একজন ইউপি সদস্য। এ ঘটনায় শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা এসএম ওবাইদুল কাদির (৬৫) বাদী হয়ে চারজনকে আসামি করে সোমবার ফরিদপুর কোতলায়ী থানায় চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় এসএম ওবাইদুল কাদির একটি ব্যাটারি চালিত ইজি বাইকের মালিক। তার গাড়িটি চালাতো শহরের হাড়োকান্দি এলাকার উজ্জল শেখ (৩২)। গত ১৭ আগস্ট প্রতারক চক্র ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অভিনব কায়দায় ইজি বাইকটি চুরি করে পালিয়ে যান। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ বিন কালাম বলেন, গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যাক্তি একটি চোরাই চক্রের সদস্য।
তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে প্রতারণা করে ইজিবাইক চুরি করেন। পরে তাদের জিম্মা থেকে ইজি বাইক চুরি কিরে বিক্রি করা এক লাখ ৫০ হাজার টাকা জব্ধ করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক শাহরীয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যাক্তিকে সোমবার বিকেলে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রতারক চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
Leave a Reply