স্টাফ রিপোর্টার : উন্নয়ন, সমৃদ্ধ বাংলাদেশকে এগিয়ে নেবার সাহসী কণ্ঠস্বর প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে।দিনটি পালনে ফরিদপুর জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামীলীগ শহরের আলীপুর লাবলু সড়কস্থ শেখ রাসেল স্কয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
ঢাক, ঢোল, সানাইয়ের তালে তালে দলীয় নেতাকর্মীরা জয় বাংলা ¯েøাগানে মুখরিত করে শহরের মুজিব সড়ক। র্যালিটি ফরিদপুর প্রেসক্লাব চত্তরে গিয়ে বিশাল কেক কাটে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে। মূল কর্মসূচিতে শহরের ঝিলটুলী থেকে জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুর নেতৃত্বে একটি মিছিল ও আলীপুর খা পাড়া থেকে জেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এস.এম ইসহাক ও সাবেক শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজমল হোসেন আজমের নেতৃত্বে একটি বিশাল মিছিল মূল দলের সাথে যুক্ত হয়ে অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, মাইনুদ্দিন আহমেদ মানু, সাবেক দপ্তর সম্পাদক এ্যাডঃ অনিমেষ রায়, সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক দীপক মজুমদার, আ.লীগ নেতা সোহেল রেজা বিপ্লব, এ্যাডঃ জাহিদ বেপারী, ফরিদপুর শহর আওয়ামীলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির,
থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, জেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য আলী আশরাফ পিয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাইসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন শিবাজী নিকেতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ঘিরে প্রকাশ করে সাহিত্য বিষয়ক ছোট কাগজ “শিবাজী” এখানে লিখেছেন পীযূষ সিকদার, বিজয় পোদ্দার, রাশেদুজ্জামান সজিব, ইন্দ্রোজিৎ, শহীদুল্লাহ সিরাজী, ইঞ্জিনিয়ার হাওয়াদারসহ অনেকে।
Leave a Reply