সবুজ দাস : ফরিদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে সেপ্টেম্বর সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপুর্ন সমস্যার কথা তুলে ধরে তা নিরসনের বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে সকল ইউনিয়নের সার্বিক চিত্র তুলে ধরা হয় এই সাধারন সভায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
এছাড়াও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেন সন্টু, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকু মিয়া, ৯ নং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেন, চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আযম, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদএর চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সি, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply