স্টাফ রিপোর্টার : সুলভ মুল্যে ভোক্তার চাহিদা নিরুপনের লক্ষ নিয়ে ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী শ্রীধাম শ্রী অঙ্গন সংলগ্ন হাউজিং এস্ট্রেট এর ১৬ নং বাণিজ্যিক প্লটে উদ্বোধন করা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রবের আধুনিক মানের বিপনন কেন্দ্র “হাউজিং সুপারসপ”। ১৬ ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এক মিলাদ মাহফিল এর মধ্য দিয়ে এই সুপার সপ নামক বিপনন কেদ্রটির আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাউজিং সুপারসপ এর স্বত্তাধীকারি আব্দুল আলিম, ফরিদপুর জেলা জাসদের সভাপতি ও বিশিষ্ঠ সমাজ সেবক সাংবাদিক আশরাফ উদ্দিন তারা, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি শ্রমিক নেতা আক্কাস হোসেন, জেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মো: মনিরুজ্জামান মমিন, বিশিষ্ঠ সমাজ সেবক শাজাহান সিরাজ চুন্নু, হাউজিং এস্ট্রেট কল্যান সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ফরিদপুরে “হাউজিং সুপারসপ” নামক বিপনন কেদ্রর উদ্বোধন মিলাদ মাহফিল টি পরিচালোনা করেন হাউজিং এস্ট্রেট এর আশরাফুল উলুম মাদ্রাসার ইমাম।
উদ্বোধনি দিনে প্রতিষ্ঠানটির স্বত্তাধীকারি আব্দুল আলিম বলেন, “হাউজিং সুপারসপ” হবে আধুনিক মানের একটি সুপার শপ। যেখানে ন্যায্য মূল্যে ক্রেতার নিকট ভাল মানের পণ্য সরবরাহ করা হবে। তিনি বলেন আমাদের এখানে একই ছাদের নীচ থেকে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ দুরত্ব বজায় রেখে সকল প্রকার পন্য কেনাকাটা করতে পারবে ক্রেতারা। ভোক্তার চাহিদা ও অধিকারের বিষয়ে সর্বাধিক প্রাধান্য দিয়ে মানুষ যাতে সব ধরনের পণ্য এক স্থানে পায় সেজন্যই এ বিপনন কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে। এতে করে ক্রেতার একদিকে যেমন সময় বাঁচবে অপর দিকে গুনগত মানের পণ্য ক্রয় করতে পারবে। তবে উদ্বোধনী দিনে তাড়াহুড়ো করতে গিয়ে সকল প্রকার পণ্য সরবরাহ করতে না পারায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির স্বত্তাধীকারি আব্দুল আলিম। আগামী এক সপ্তাহের মধ্যে সকল প্রকার পণ্য ভোক্তার সেবায় সুপার শপে পৌঁছে যাবে বলেও নিশ্চিত করেন তিনি।
ফরিদপুরে “হাউজিং সুপারসপ” নামক বিপনন কেদ্রর উদ্বোধন
Leave a Reply