স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক জেলা পরিষদের প্রশাসক জায়নুল আবেদীনকে স্মরণ করা হলো। ১১ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা জায়নুল আবেদীন-রোকেয়া বেগম ফাউন্ডেশন এর আয়োজনে এক মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন মেধাবীকে এই বৃত্তি প্রদান করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ রমেন্দ্র নাথ রায় কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সাবেক সাংসদ কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, জায়নুল আবেদীনের পুত্র রাশেদুল আবেদন আক্কাছসহ তার পরিবারের বিভিন্ন স্বজন ও গুনগ্রাহী।
Leave a Reply