স্টাফ রিপোর্টার :
এবার গর্ত থেকেও জামাত-বিএনপিকে ধরে এনে সায়েস্তা করার ঘোষনা দিলেন আওয়ামীলীগ ও শ্রমিকলীগ নেতারা। সারাদেশে বিএনপি, জামায়াত শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত চলা প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষনা দেন নেতৃবৃন্দ। এসময় তারা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে রোববার থেকে রাজপথ দখলে নেয়ারও ঘোষনা দেন।
ভিডিও :
এর আগে হাজার হাজার নেতাকর্মী জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখা আয়োজিত শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে ছুটে আসেন। সংগঠনটির আহ্বায়ক গোলাম মো. নাছিরের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর ঢল নামায় কয়েক ঘন্টার জন্যে থমকে যায় শহর। সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ থাকায় মানুষ আশে পাশের এলাকায় অবস্থান নেন। গোলাম মো. নাসিরের প্রাণ সঞ্চার করা এ আয়োজনে উজ্জীবিত ছিলেন নেতা কর্মীরা। তাইতো জামাত-বিএনপি রুখতে ঝাপিয়ে পড়ার প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ নেতাকর্মীরা।
সমাবেশের প্রধাণ অতিথি জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কেএম আজম খসরু বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গত এক সপ্তাহে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি সরকারকে বেকাদায় ফেলার চেষ্টা করছে। কিন্তু তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না।
সাধারন সম্পাদকের এই দৃঢ় উচ্চারণ সাহস জোগায় হাজার হাজার নেতাকর্মীর মনে। তাইতো বৃষ্টির মধ্যেও হাজারো মানুষ ত্যাগ করেনি সমাবেশস্থল।
জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মোঃ নাছিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কেএম আজম খসরু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব ইমান আলী মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply