স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধুর বিভিন্ন আঙ্গীকের শতাধীক আলোকচিত্র, ছবি, স্মারক, ছড়া ও কবিতার প্রদর্শণীর আয়োজন করা হয় ফরিদপুর শহরের বান্ধবপল্লীতে। শুক্রবার বিকালে শহরের অবহেলিত ‘বান্ধব পল্লী’তে হাসিমুখ পাঠশালার শিশুদের সাথে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন করেছিলো সমকাল সুহৃদ সমাবেশ। এ আয়োজনের মধ্য দিয়ে অবহেলিত বান্ধব পল্লীতে বসবাস করা সমাজের মুল ধারা থেকে পিছিয়ে থাকা শিশুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জ্ঞান লাভ করে।
ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যাক্তিত্ব প্রফেসর আলতাফ হোসেনের নির্দেশনায় এই ভ্রাম্যমান ছবির প্রদর্শনীর দ্বিতীয় এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
ফরিদপুর সুহৃদের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের সভাপতিত্বে বিকেলের এই কর্মশালায় আলোচনায় অংশ নেন শহরের পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিনিধি জাভেদ জমাদার, রাজবাড়ীর গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের রসায়ন বিভাগের শিক্ষক লিয়াকত হোসেন হিমু, বিশষ্ট নাট্য ব্যাক্তিত্ব গোবিন্দ বাগচী ও ফরিদপুর সুহৃদের সাধারন সম্পাদক কাজী সবুজ।
স্বেচ্ছাসেবী সংগঠন নন্দিতা সুরক্ষার সভাপতি ও হাসিমুখ পাঠশালার উদ্যোক্তা তাহিয়াতুল জান্নাত রেমির উপস্থাপনায় কর্মশালায় শিশুরা অতিথিদের বঙ্গবন্ধুর উপর ছড়া, কবিতা ও গান শুনিয়ে মুগ্ধ করে। এর আগে ১ আগষ্ট ফরিদপুর শহরের টেপাখোলায় নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে এই ছবি প্রদর্শণীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস। আয়োজকরা জানান, শোকের মাস আগস্টব্যাপী ফরিদপুর শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান এই আলোকচিত্র, ছবি, স্মারক, ছড়া ও কবিতার প্রদর্শণীর আয়োজন করা হবে। #
Leave a Reply