1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের এপিএসের বিরুদ্ধে ফের মানি লন্ডারিং মামলা - আজকের ফরিদপুর
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের এপিএসের বিরুদ্ধে ফের মানি লন্ডারিং মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৮২ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) এ এইচ এম ফোয়াদের নামে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা হয়ছে।
বুধবার (৩ আগস্ট) দিবাগত রাতে ফরিদপুর কোতয়ালী থানায় মামলাটি করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক বিচিত্রা রানী বিশ্বাস।
ফরিদপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এ এইচ এম ফোয়াদ (৫৩) ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে পাঁচ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫৮৬ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
অভিযাগে বলা হয়, এ এইচ এম ফোয়াদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছত্রছায়ায় থেকে ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের সহায়তায় হেলমেট বাহিনী গঠন করে। এই বাহিনীর মাধ্যমে এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, বিএডিসি, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি অফিসের টেন্ডার নিয়ন্ত্রণ করে বিপুল পরিমান সম্পদের মালিক হন।
মামলা প্রসঙ্গে ফরিদপুরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়েরকৃত মামলাটি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ জুলাই ঢাকার কাফরুল থানায় সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে ইমতিয়াজ হাসান রুবেল ও সাজ্জাদ হোসেন বরকতসহ খয়েকজনের নামে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেন। ২০২১ সালের ৩ মার্চ ওই মামলায় ফুয়াদসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সিআইডি। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্নিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস। ফোয়াদ বর্তমানে ওই মামলায় আটক হয়ে কারাগারে রয়েছেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION