স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরে ২ দিন ব্যাপি পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের শুভ রথযাত্রা। এ উপলক্ষ্যে আজ ১ই জুলাই শুক্রবার সকাল ৮ টায় ফরিদপুরের ঐতিহ্যবাহী শ্রীধাম শ্রী অঙ্গন হতে রথযাত্রা বের করা হয়। রথযাত্রাটি শহরের ব্রাহ্মণ কান্দা ব্যানার্জি বাড়ি পরিভ্রমণ শেষে সূচনা স্থানে ফিরে আসে।
এতে বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দগন ব্যাপক উৎসাহ উদ্দিপনার সহিত রথযাত্রায় অংশগ্রহন করে। এ সময় আগত ভক্তবৃন্দের পদচারনায় মুখোরিত হয়ে উঠে পুরো রথযাত্রাৎসব। সকাল ৯ টার দিকে চৌধুরী দুর্গা মন্দিরের উদ্যোগে একটা রথযাত্রা শহর প্রদক্ষিণ করে শ্রীঅঙ্গনে এসে শেষ হয়। এরপর বেলা সাড়ে দশটায় শহরের গৌর গোপাল আঙ্গিনা হতে রথযাত্রা বের করা হয়, রথযাত্রাটি শ্রীধাম শ্রী অঙ্গনে অবস্থান শেষে গৌড় গোপাল আঙ্গিনায় শেষ হয়।
এদিকে বিকেলে রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনামৃত সংস্থা ইসকনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করবে। এতে প্রধান অতিথি থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, রথযাত্রা উপলক্ষে এখানে আগামী নয়দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সাথে রথযাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এই সংবাদ লেখা পর্যন্ত ইসকনের উদ্যোগে ধর্মীয় কার্যক্রম গুলি চলছিল।
ভক্তবৃন্দের পদচারনায় মুখোরিত রথযাত্রা উৎসব
Leave a Reply