মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের বীর মুক্তিযোদ্বা সুলতানুল আলম এবং সোবাহান মাতুব্বরের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্বা ও তার পরিবার। শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় হামলার বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্বা সুলতানুল আলম।
তিনি অভিযোগ করে জানান, গত স্থানীয় নির্বাচনে একই এলাকার ওমর আলী সহ তাদের সমর্থক আমাদের পক্ষীয়দের নিকট পরাজিত হয়। এর জের ধরে তিনি (সুলতানুল আলম) বাজার হতে বাড়িতে যাওয়ার সময় ওমর আলী মাতুব্বর,বজলুর রহমান,ইমদাদুল সহ বেশ কয়েকজন সংঘবদ্ব হয়ে তার উপর হামলা চালায় এবং শ^াসরোধ করে ফেলে।
এ সময় তিনি বলেন, একাত্তরের রনাঙ্গনে যুদ্ব করে দেশ স্বাধীন করেছি। অথচ জীবন সায়াহ্নে এসে সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হয়েছি। সংবাদ সম্মেলনে বয়োঃবৃদ্ব বীর মুক্তিযোদ্বা সোবাহান মাতুব্বর বলেন, স্বাধীনতার মাসে আমার মত একজন অসহায় মুক্তিযোদ্বার উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। তিনি অবিলম্বে হামলাকারীদের বিরুদ্বে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন তার পরিবার সহ সাংবাদিকবৃন্দ।
Leave a Reply