স্টাফ রিপোর্টার :
ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সদর উপজেলার কানাইপুরে পল্লী বিদ্যুত সমিতির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বোর্ড পরিচালকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দুই হাজার মানুষ বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে সাধারণ সভায় সংযুক্ত হন।
সমিতি বোর্ডের সভাপতি নাজনীন সুলতানার সভাপতিত্বে জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান, বোর্ড সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ১৯৯৫ সালে স্থাপিত ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির উদ্যোগে জেলায় নয়টি উপজেলা ছাড়াও মাগুরার মহম্মদপুর, নড়াইলের লোহাগড়া এবং মানিকগঞ্জের হরিরামপুরের কয়েকটি ইউনিয়নে নয় লাখ ৯২ হাজার তিনশ ৩৭ কিলোমিটার লাইন স্থাপন পূর্বক চার লাখ ২৩ হাজার আটশ ৭৬জন গ্রাহক তৈরির মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে। অফগ্রীড আওতাভুক্ত ফরিদপুরের সদর, চরভদ্রাসন, সদরপুর ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন চরে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুত সংযোগ স্থাপন ছিলো বড় চ্যালেঞ্জ যা করতে সক্ষম হয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতি।
পরিশেষে পল্লী বিদ্যুতের নির্বাচিত গ্রাহকদের পুরস্কৃত করা হয়। #
Leave a Reply