স্টাফ রিপোর্টার :
সামর্থ্যহীনদের বিনা খরচে চিকিৎসা সেবা দেয়ার লক্ষে লায়নস ক্লাব অব ফরিদপুরের উদ্যোগে ২০ সেট কিডনি ডালোসিস কিটস হস্তান্তর করা হয়েছে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশনকে।
শনিবার সকালে ডায়াবেটিক এ্যাসোসিয়েশন ফরিদপুরের সাধারণ সম্পাদক আসম জাহাঙ্গীর চৌধুরী টিটু কিটস সেট গ্রহন করেন।
এসময় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা খন্দকার মফিজুর রহমান জামাল, লায়নস ক্লাব অব ফরিদপুরের কর্মকর্তা লায়ম মতিয়ার রহমান নান্নু, লায়ন আসিক হাবিব, মোহাম্মদ মোস্তফা খান, লায়ন কে এম খায়রুদ্দিন মিরাজ, লায়ন খন্দকার সাব্বির, লায়ন সুজয় সাহা, লায়ন সফিউল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় ডায়াবেটিক সচেতনতায় ফ্রি ডায়াবেটিক পরীক্ষাও করা হয় লায়নস ক্লাব অব ফরিদপুরের উদ্যোগে।
Leave a Reply