বিজয় পোদ্দার, ফরিদপুর :
ফরিদপুর কোতয়ালী থানা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক, অম্বিকাপুর ইউপি সদস্য ও ফরিদপুর জেলা অটো টেম্পু মাহিন্দ্র মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার বাছের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় শহরের গোয়ালচামট মাহিন্দ্র ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি মনসুর মিয়া লাভলু, সাবেক সভাপতি মোঃ আমিনুর রহমান বাবুল, কার্যকরি সভাপতি তাপস কুমার অধিকারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও অটো টেম্পু মাহিন্দ্র ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাকিম মিয়া, মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব হোসেন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামু, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কবির হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী বাবু ও প্রয়াত একমাত্র পুত্র নাজমুল হাসান রনি প্রমুখ।
দোয়া মাহফিল শেষে শ্রমিকদের মাঝে তবারক বিতরণ করা হয়। গত জুন মাসে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামীলীগ নেতা আবুল বাশার বাছের ঢাকায় চিকিৎসাধীন অবস্থা মারা যান।
Leave a Reply