1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
রাস্তায় সরব পুলিশ-আওয়ামী লীগ : এর মাঝেও ফরিদপুরে বিএনপির বিক্ষোভ - আজকের ফরিদপুর
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

রাস্তায় সরব পুলিশ-আওয়ামী লীগ : এর মাঝেও ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২০৬ জন পঠিত
রাস্তায় সরব পুলিশ-আওয়ামী লীগ : এর মাঝেও ফরিদপুরে বিএনপির বিক্ষোভ
রাস্তায় সরব পুলিশ-আওয়ামী লীগ : এর মাঝেও ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : ঢাকায় মহাসমাবেশে দলীয় নেতাকর্মীর ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে রোববার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল ফরিদপুরে পালিত হয়েছে ঢিলেঢালা ভাবে। সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় সরব ছিল পুলিশ এবং আওয়ামী লীগসহ সহযোগী সংগঠননের নেতা-কর্মীরা। এর মাঝে শহরের কেন্দ্রস্থলের অন্তত দুই জায়গায় বিক্ষোভ মিছিল বিএনপি। ফরিদপুরে সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত স্থানীয় রুট ও দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। শহরজুড়ে রয়েছে কড়া পুলিশী নিরাপত্তা।

তাদের পাশাপাশি আওয়ামী লীগও মাঠে রয়েছে। সকাল নয়টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লার বাসের দেখা মেলেনি। তবে স্থানীয় রুটের বাসগুলো আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের ব্যবধানে একটি একটি করে এসেছে। এর আগে ওই সড়কে শুধুমাত্র ইজিবাইক ও মাহেন্দ্র চলাচল করে। বাস না পেয়ে অনেকে বাধ্য হয়ে ইজিবাইক ও মাহেন্দ্রতে করে গন্তব্যে রওনা হয়। ফরিদপুরের একটি বইয়ের লাইব্রেরির দোকানের কর্মচারী সাদ্দাম কাজী (২৮)। তিনি বলেন, তিনি সাড়ে ৮টার দিকে ভবুকদিয়া বাসস্ট্যান্ডে এসে দাঁড়িয়েছেন বাসের অপেক্ষায়। নয়টা বেজে গেলেও কোন বাসের দেখা তিনি পাননি।

ফরিদপুর শহর ঘুরে দেখা গেছে, ভোর থেকে সকাল ৯ টা পর্যন্ত ঢাকাগামী গোল্ডেন লাইনসহ সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। তবে এসময় বিআরটিসির টিকিট কাউন্টার খোলা ছিল। ওই সময়ে স্থানীয় রুটের বাসগুলোও ছেড়েছে দু-একটি। যার কারণে বাধ্য হয়ে গন্তব্যে পৌঁছার জন্য ভোগান্তি হয়েছে যাত্রীদের। অনেকে বাস না পেয়ে ইজিবাইক ও মাহেন্দ্রতে চলাচল করতে দেখা যায়। সকাল দশটার দিকে ফরিদপুর পৌর বাস টার্মিনালে আরেকদফা সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসে ওঠার জন্য বাসকর্মীরা হাঁকডাঁক দিচ্ছেন। সেখানে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ওই বাসটার্মিনালের এক পানের দোকানদার(৫৭) নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে কোনও বাসই চলে নাই।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল শুরু হয়। তিনি বলেন, বাসের চালক ও সহকারীরা ভয়ে বাস চালাতে চাচ্ছিলেন না। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকাগামী একটি বাসের সহকারী বলেন, ‘মালিক আজকে বাস চালাইতে এত পাগল হইছে কেন? একটা দিন বাস না চালাইলে হইতো কী? এখন ঢাকা যাওয়া আসার পথে আমাদের যদি কোনও ক্ষতি হইয়া যায় উনি এর দায় নেবে?’ শহর ঘুরে আরও দেখা যায়,রাজবাড়ী রাস্তার মোড়,ভাঙ্গা রাস্তার মোড়, কাঠপট্টি এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মীকে দেখা গেছে।

এছাড়া ঢাক-বরিশাল মহাসড়কের তালমার মোড়ে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন। মাইক্রোবাসে করে শহরে টহল দিচ্ছে গোয়েন্দা পুলিশের(ডিবি) দল। দুপুর বারোটার দিকে শতাধিক মোটরসাইকেলের একটি বহর নিয়ে শহরের বিভিন্ন সড়কে মহড়া দেয় ছাত্রলীগ। বেলা ১১টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়ার নেতৃত্বে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে সামনের দিক থেকে একটি পুলিশের গাড়ি এসে পড়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সকাল ১০টার দিকে শহরের কোর্ট চত্ত¡র এলাকায় বিএনপির হরতালের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল লাঠিপেটা করে ছত্রভংগ করে দিয়েছে পুলিশ। এসময় মিছিল থেকে পাঁচ আইনজীবী নেতাকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION