স্টাফ রিপোর্টার : রোটারী ক্লাব অব ফরিদপুরের ৩৮তম অভিষেক অনুষ্ঠান শুক্রবার রাতে শহরের ঝিলটুলি লা-লিগা চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮১ এর গভর্নর আশরাফুজ্জামান নান্নু। রোটারী ক্লাব অব ফরিদপুরের সভাপতি রোটারিয়ান সম্পা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রাক্তন গভর্নর কে এম জয়নাল আবেদীন, গভর্নর ইলেক্ট হাফিজ উ বিপ্লব।
আরো বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর ডা:মো:এনামুল হক, ডেপুটি গভর্নর এ্যাড: গোলাম রব্বানী ভূঁইয়া রতন, এ্যাসিসটেন্ট গভর্নর আব্দুর রব খোকন, অভিষেক কমিটির চেয়ারম্যান ডা: এম,এ জলিল, সাবেক প্রেসিডেন্ট রোট:এটিএম শাহজাহান কবীর, সাবেক সম্পাদক রোটা:মানব কুমার সাহা,বর্তমান কমিটির সম্পাদক সামসুর নাহার পপি,নির্বাহী সম্পাদক নাজমা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাডিশনাল গভর্নর এ্যাড: রোটা: পিপি তুষার কুমার দত্ত। এ অনুষ্ঠানে রোটারী ক্লাব অব ফরিদপুরের পক্ষ থেকে ৬ জন দুস্থ্য প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরন করা হয়। অনুষ্ঠানে শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ।
Leave a Reply