1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ফরিদপুর পৌরসভার নগদ অর্থ ও বস্ত্র বিতরন - আজকের ফরিদপুর
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ফরিদপুর পৌরসভার নগদ অর্থ ও বস্ত্র বিতরন

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২০৯ জন পঠিত
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ফরিদপুর পৌরসভার নগদ অর্থ ও বস্ত্র বিতরন
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ফরিদপুর পৌরসভার নগদ অর্থ ও বস্ত্র বিতরন

সবুজ দাস, ফরিদপুর : আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে ফরিদপুর পৌরসভার ৯৫ টি পুজা মন্ডপে নগদ অর্থ ও বস্ত্র বিতরন করা হয়েছে। ১৩ ই অক্টোবর শুক্রবার ফরিদপুর পৌরসভার পক্ষ হতে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ নগদ অর্থ ও বস্ত্র বিতরন করা হয়। জানা যায়, ফরিদপুর পৌরসভা কর্তৃক বরাদ্দকৃত পৌরসভার মোট ৯৫ টি পুজা মন্ডপে ৫ হাজার ও পৌর মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার করে টাকা এবং ২৫ টি করে শাড়ী কাপড় প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় ফরিদপুর পৌরসভা কর্তৃক আয়োজিত সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাই জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সবাই আনন্দ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা করতে পারছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অবাধে ধর্মাচরণ করতে পারছে।

তিনি, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পুজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক ও সাধারণ মানুষকে সজাগ থাকার কথা বলেন। তিনি বলেন, আপনাদের প্রতিমা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেননা এখনো একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটতে ভেতরে ভেতরে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে দেশে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, জেলা পূজা উদযাপন পরিষদের নবাগত সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, শহর শাখার সভাপতি রাম দত্ত প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, পৌর ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার ৯৫ টি পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই বছর ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলায় মোট ২০৮ টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভার অবস্থিত মোট ৯৫ টি ও সদর উপজেলায় মোট ১১৩ টি দূর্গা পূজামন্ডবে শারদীয় দূর্গোাৎসব অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION