স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহবুবুর রহমান খান এর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শনিবার বিকেলে শহরের আলিপুর হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামী লীগ অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নেওয়াজ জামান সজীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ম সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ,
দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে এম খায়রুদ্দিন মিরাজ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির,পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহিদ উদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, মরহুমের পুত্র তাজবির খান রিজেন্ট প্রমুখ।
বক্তারা মরহুম মাহবুবুর রহমান খানের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাহবুবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা শাহ মুহাম্মদ শহীদুল্লাহ। এদিকে আগামী রবিবার বাদ আসর শহরের উদয়ন সংঘে মরহুম মাহবুবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
Leave a Reply