স্টাফ রিপোর্টার : ফরিদপুর থেকে রাজবাড়ী মধ্যে সরাসরি যাত্রীবাহি বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে এ পথে যাত্রীবাহী কোন বাস চলাচল করছে না। দুই জেলার বাস শ্রমিকদের সঙ্গে দ্ব›েদ্বর কারনে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। এদিকে গতকাল বুধবার সকাল থেকে আকস্মিক ভাবে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়তকারী সর্বস্তরের যাত্রীরা।
জানা যায়, মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী ও ফরিদপুরের বাস শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ফরিদপুরের রাজবাড়ীর রাস্তার মোড় থেকে রাজবাড়ীর মালিকদের বাসগুলি আবার রাজবাড়ির দিকে ফিরিয়ে দেওয়া হয়। এঘটনার পর রাজবাড়ীর বাস মালিক গ্রæপ ফরিদপুরের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেয়। ঝিনাইদহের মহেষপুরের বাসিন্দা মিনহাজ উদ্দিন (৩৮) বলেন, ফরিদপুরের বোয়ালমারি তাঁর শ্বশুড় বাড়ি। তিনি ঝিনাইদহ থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে এসেছেন। তিনি ফরিদপুর হয়ে বোয়ালমারী যাবেন।
বাস বন্ধ থাকায় তাকে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, বাস না পেয়ে তিনি এই গরমের মধ্যেও ঝুঁকি নিয়ে মাহেন্দ্রতে চেপে বসেছেন। ফরিদপুরের সালথা উপজেলার মোড়ের হাট এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম (২৮) বলেন, তিনি রেলওয়েতে চাকুরি করেন। বাড়িতে যাচ্ছেন। কিন্তু ফরিদপুরের বাস বন্ধ রয়েছে। উপায় না পেয়ে মাহেন্দ্রতে যাচ্ছেন। তিন চাকার যান হওয়ায় ব্যস্ত সড়কে চলাচল করা ঝুঁকিপূর্ণ। কিন্তু আর কোনো কোনো বিকল্প নেই। কুষ্টিয়ার বাসিন্দা ফাল্গুনী বিশ্বাস (৩২) বলেন, বাচ্চাদের নিয়ে ফরিদপুর যাচ্ছি। বাস না পাওয়ায় গাদাগাদি করে মাহেন্দ্রতে যেতে হচ্ছে।
রাজবাড়ী বাস মালিক গ্রæপের সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক বলেন, মঙ্গলবার বিকেলে আমাদের স্টাফদের মারধর করা হয়েছে। বাস ফিরিয়ে দেওয়া হয়েছে। একারণে আমাদের বাস ফরিদপুর যাচ্ছে না। উভয়পক্ষের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ফরিদপুর ও রাজবাড়ী শহর থেকে প্রতিদিন সকাল ৬টায় রাজবাড়ী ও ফরিদপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। প্রতি ১০ মিনিট পরপর একটি করে বাস ছেড়ে যায়। রাত ৮টা পর্যন্ত এভাবে বাস চলতে থাকে।
ফরিদপুর বাস শ্রমিকওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির বলেন, বুধবার দুপুরে এ সংকট নিরসনে আমরা বসেছিলাম। কিন্তু আমাদের সে উদ্যোগ ব্যার্থ হয়েছে। ফরিদপুর ট্রাফিক পরিদর্শক তুহিন লস্কর বলেন, দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের বসে এ সংকট সমাধান করবে বলে আমাদের জানানো হয়েছে। তারা ব্যর্থ হলে সংকট নিরসনে হস্তক্ষেপ করবে প্রশাসন।
Leave a Reply