1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কোলের শিশুসহ মাকে নির্যাতন - আজকের ফরিদপুর
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কোলের শিশুসহ মাকে নির্যাতন

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৩৭ জন পঠিত
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কোলের শিশুসহ মাকে নির্যাতন
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কোলের শিশুসহ মাকে নির্যাতন

স্টাফ রিপোর্টার : জমি সংক্রান্তের জের ধরে ফরিদপুর সদর উপজেলার বিলমামুদপুর মল্লিক ডাঙ্গী গ্রামের শাজাহান বেপারীর ৩ বছরের কন্যা সন্তান আরোবী ও তার স্ত্রী আন্না বেগম (৩০) কে বেধরক পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ১৪ই আগস্ট সোমবার কোতয়ালী থানায় আহত আন্না বেগম একটি অভিযোগ দায়ের করেছেন। থানার অভিযোগ সুত্র ও বাদির ভাস্যমতে জানা যায়, আন্না বেগমের পিতার তফসিল বর্ণিত পৈত্তিক সম্পত্তি নিয়ে তার চাচা জালাল মল্লিক (৬০) এর সাথে দির্ঘদিন মনোমালিন্য চলিয়া আসিতেছিলো।

এমনকি তাদের জায়গা জমি জোর পূর্বক জবর দখল নেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ জালাল মল্লিকের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় ১৪/০৮/২০২৩ তারিখ সকাল আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় আন্না বেগমের বসত বাড়ির উত্তর পাশে থাকা জমির মধ্যে লাঙ্গল দিয়ে চাষাবাদ করিতে গেলে আন্না বেগম জমিতে চাষাবাদ করিতে নিষেধ করে। উক্ত জমি বাদিপক্ষের চাষাবাদ জমি। যাহা বাদিপক্ষের দখলে রয়েছে। এ সময় জালাল মল্লিক ও তার দুই ছেলে আকাশ মল্লিক (২৬) এবং হাসিবুল মল্লিক (২২) মিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এলোপাতারিভাবে পিটাইয়া বাম পা ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

এ সময় জালালের হাতে থাকা গুলতি দিয়ে আন্না বেগমের কোলে থাকা শিশু কন্যা সন্তান আরোবী (৩) বুকে গুলতি দিয়া আঘাত করে জখম করা হয়। এ সময় আহতদের ডাকচিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসিলে উক্ত বিবাদীগণ পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আন্না বেগম ও তার শিশু কন্যা সন্তান আরোবীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আন্না বেগম উক্ত হামলাকারিদের বিরুদ্ধে সঠিক বিচার দাবি করেছেন। আনিত অভিযোগের বিষয়ে জালাল এর সাথে একাধীকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা অভিযোগ বিষয়ের দায়িত্ব পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION