ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় ২০২২-২৩ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন ” দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প”- এর আওতায় বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবিদের মাঝে ছাগল, ছাগলের খোয়াড় এবং কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে ২০ জন নিবন্ধিত জেলেদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের পরিচালক বিজন কুমার নন্দী, উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, নির্বাহী অফিসার আজিম উদ্দিন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা মো: শাহ আলম, ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী, পৌর হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ কাওছার মিয়া সংশ্লিষ্ট কর্মকর্তা প্রমুখ।
Leave a Reply