স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এরই মধ্যে নতুন কর্মস্থল ফরিদপুরে যোগদান করেছেন।
নব-নিযুক্ত এ জেলা প্রশাসককে শুভেচ্ছা জানাতে ১৩ ডিসেম্বর ছুটে যান ফরিদপুর জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মো. নাছিরের নেতৃত্বে ২১টি সংগঠনের নেতাকর্মীরা এদিন জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন।
প্রথমেই জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মো. নাসির ফুলের তোড়া তুলে দেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের হাতে।
ফরিদপুর জেলা জাতীয় শ্রমিক লীগ ছাড়াও ফরিদপুর কোতয়ালী শ্রমিক লীগ, ফরিদপুর শহর শ্রমিকলীগ, ফরিদপুর মোটর ওয়ার্কাস ইউনিয়ন, ফরিদপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন, ফরিদপুর জেলা পিকআপ মালিক সমিতি, ফরিদপুর জেলা রেন্ট এ কার মালিক সমিতি, ফরিদপুর জেলা রেন্ট এ কার শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা মৎস্য মালিক সমিতি, ফরিদপুর জেলা যুব শ্রমিক লীগ, ফরিদপুর জেলা কুলি শ্রমিক লীগ, ফরিদপুর জেলা এ্যাম্বুলেন্স শ্রমিক লীগ, ফরিদপুর জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর প্রেস শ্রমিক কর্মচারী ইউনিয়ন, ফরিদপুর জেলা মেডিকেল শ্রমিক ইউনিয়ন ও ফরিদপুর শহর দোকান কর্মচারী ইউনিয়নসহ ২১ টি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ফুলের তোড়া তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন জেলা প্রশাসককে।
শ্রমিকরা প্রত্যাশা করেন নব নিযুক্ত জেলা প্রশসেকের নেতৃত্বে ফরিদপুর হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটালাইজেশনের সফল বাস্তবায়নের অগ্রগামী জেলা।
শ্রমিকরা মনে করেন চৌকষ শ্রমিক নেতা গোলাম মো. নাছিরের নেতৃত্বে ফরিদপুরের সকল শ্রমিক সংগঠনের নেতারা ঐক্যবদ্ধ হতে পেরেছেন, যা শ্রমিকদের জন্যে মাইলফলকও বটে। অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী এসব সংগঠনের শ্রমিকরা ঐক্যবদ্ধ থেকে জেলা প্রশাসকের ইতবাচক সকল কাজে আকুন্ঠ সমর্থন প্রদান করে আগামী দিনের উন্নত বাংলদেশের সমৃদ্ধ জেলা বিনির্মানের কারিগর হিসেবে অংশীজন হতে চায়।
Leave a Reply