1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
১৫ ও ২১ আগস্টের হামলাকারীদের সম্পদ বাজেয়াপ্তের দাবি মুক্তিযোদ্ধাদের
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

১৫ ও ২১ আগস্টের হামলাকারীদের সম্পদ বাজেয়াপ্তের দাবি মুক্তিযোদ্ধাদের

  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৬১ জন পঠিত
১৫ ও ২১ আগস্টের হামলাকারীদের সম্পদ বাজেয়াপ্তের দাবি মুক্তিযোদ্ধাদের
১৫ ও ২১ আগস্টের হামলাকারীদের সম্পদ বাজেয়াপ্তের দাবি মুক্তিযোদ্ধাদের

স্টাফ রিপোর্টার : ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে যারা জড়িত তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। সেই সাথে তাদের সন্তানদের সকল প্রকার সরকারী চাকুরী থেকে বঞ্চিত করার দাবি জানা তারা। সোমবার (২২ আগস্ট) দুপুর ১২ টায় ফরিদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারা এ দাবি জানান। সারাদেশে একযোগে কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধারা বক্তব্যকালে বলেন, ১৫ আগস্টের বঙ্গবন্ধুকে স্ব-পরিবারকে হত্যাকান্ডের নির্দেশনা এসেছিলো ক্যান্টনমেন্ট থেকে, ২১ আগস্টের হামলার নির্দেশনা এসেছিলো হাওয়া ভবন থেকে। এই ন্যাক্কারজনক হামলার সাথে যারা জড়িত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, তাদের সন্তানদের সরকারী চাকুরী না দেয়া হোক। আবার যেন ১৫ আগস্ট, ২১ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক লিটন ঢালীর সভাপতিত্বকালে বলেন, আজকে বাংলাদেশ সর্বক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছে এটা বীর মুক্তিযোদ্ধাদের অবদান। তারা দেশের সার্বভৌমত্ম রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন।

এ সময় বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ফকির, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ জলিল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী কতটা শোক নিয়ে দেশ পরিচালনা করছেন, শুধু তিনিই জানেন। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, এরা কারা? এরা মীরজাফর। এরা থাকবে, ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে, তারপরও সতর্ক আমাদের থাকতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, সদর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আফজাল হোসেন। এ সময় ফরিদপুর সদর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION