স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের গৌর গোপাল এলাকা নিবাসী জেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক ও আঞ্চলিক মানবাধিকার সংস্থার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট প্রণব চক্রবর্তীর সহধর্মিণী স্বর্গীয় শিপ্রা ভৌমিক গত ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ৯.১৫ টায় পর পারের সাধনোচিত স্বর্গ ধামে গমন করেছেন। তিনি তার স্বামী প্রণব চক্রবর্তী, এক মাত্র পুত্র কল্যাণ চক্রবর্তী (ঋত্বিক) ও একমাত্র কন্যা পুষ্পিতা চক্রবর্তী (হৃদি) সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র পুত্র সনাতন ধর্মের সকল রীতিনীতি পালন করে এবং ধর্মীয় রীতি অনুসারে আদ্যশ্রাদ্ধদি ও পারলৌকিক শ্রাদ্ধক্রিয়া সু-সম্পন করেছেন।
স্বর্গীয় শিপ্রা ভৌমিক এর আত্মার সদগতির কামনার্থে গত (২৯ সেপ্টেম্বর) শুক্রবার গৌর গোপাল আঙ্গিনা প্রাঙ্গনে শ্রাদ্ধনুষ্ঠান ক্রিয়া সু-সম্পন্ন করা হয়েছে। হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনে শ্রাদ্ধনুষ্ঠানে উপস্থিতি অতিথিদের আপ্যায়ন করা হয়। স্বর্গীয় শিপ্রা ভৌমিক এর একমাত্র পুত্র কল্যাণ চক্রবর্তী সৃষ্টিকর্তার নিকট তাঁর মাতার আত্মার শান্তি ও মুক্তির প্রার্থনা করে এবং উপস্থিত সবার কাছে তার মাতার জন্য প্রার্থনা কামনা করেন।
শ্রাদ্ধনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ নাছির, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাহিদ ব্যাপারী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমান আলী মোল্লাসহ বিপুল সংখ্যক শুভাকাঙ্খীরা শ্রাদ্ধনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গত ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টার দিকে শ্রাদ্ধ কার্যক্রমের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। শ্রাদ্ধকর্মে প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেছিলেন বিষ্ণু পদ চক্রবর্তী এবং সার্বিক তত্ত¡াবধানে ছিলেন গনেশ চন্দ্র ভট্টাচার্য।
Leave a Reply