1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক আলোচনা - আজকের ফরিদপুর
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক আলোচনা

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৪৩৯ জন পঠিত
হারুন-অর-রশীদ :
প্রযুক্তির প্রসারে বদলে যাচ্ছে অপরাধের ধরন। সাথে দিন দিন বাড়ছে সাইবার অপরাধ। আর এই অপরাধে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ তরুণের একটি অংশ। আবার ভুক্তভোগীরাও মূলত তরুণ। বিশেষ করে নারীরা সাইবার অপরাধের বেশি শিকার হচ্ছেন।
তাইতো এ লক্ষ্যে সাইবার অপরাধ প্রতিরোধে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে এ সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড
 অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তির এ সময়ে সাইবার অপরাধ বাড়ছে। তাইতো প্রযুক্তির সুফলতার সাথে সাথে কুফলও বাড়ছে। তাইতো খুব কাছের মানুষ হলেও সবকিছু শেয়ার করা যাবে না। কারণ সম্পর্কের ধরন বদলে গেলে প্রিয় ব্যক্তিই ক্ষতির কারণ হতে পারে। এছাড়া ফেসবুকসহ সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও অধিকতর সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম শেখের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে সুমন রঞ্জন সরকার বলেন, কম্পিউটার ও মোবাইল এ যুগে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। তাইতো, অনলাইনে, ইন্টারনেট কিংবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধও প্রতিনিয়ত বেড়েই চলছে। তাইতো প্রযুক্তি ব্যবহারে ও অপরাধ প্রতিরোধে আমাদের আরও সচেতন হতে হবে।
তিনি বলেন, অপরিচিত কাউকে ফেসবুকে বন্ধু করা উচিত নয়। কারণ, অনেকেই ব্যক্তিগত তথ্য উপাত্ত নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ক্ষতি সাধন করতে পারে।
তিনি আরও বলেন, প্রযুক্তি সমাজে অপরাধের একটি নতুন মাত্রা যুক্ত করেছে। যে সমস্যার শিকার হয়ে মেয়েরা পড়াশোনা ছেড়ে দিচ্ছেন, আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন। সমস্যা সমাধানে মেয়েদের মানসিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষিকা সাদেকা নাসরিন নাহার, সাংবাদিক মো. হাসানুজ্জামান, হারুন-অর-রশীদ, স্কুলের গণিত বিভাগের শিক্ষক মো. ওলিয়ার রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক ও স্কুলটির প্রভাতী শিফট ইনচার্জ মো. শাহাদত হোসেন, স্কুলটির ধর্মীয় শিক্ষক কাজী দেলোয়ার হোসেন প্রমূখ।
ঘণ্টাব্যাপি এই কর্মশালায় সাইবার অপরাধের কুফল, ব্যাপকতা ও সাইবার অপরাধ থেকে দূরে থাকার উপায় ও আইন সম্পর্কেও আলোচনা করেন বক্তারা। এর পাশাপাশি সাইবার অপরাধ মুক্ত থাকতে যুবসমাজ ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন অতিথিগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION